গতকাল মঙ্গলবার সকালে ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত শহরের জগন্নাথপুর থেকে ভেজাল ও নকল ওই সব খাদ্যদ্রব্য জব্দ করেন। জব্দ করা পণ্যের মূল্য প্রায় ৫০ লাখ টাকা। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) ভৈরব ক্যাম্পের পরিচালক মোহাম্মদ আলী জানান, তাঁদের কাছে খবর ছিল ভৈরব পৌর শহরের বিভিন্ন স্থানে দেশের নামিদামী প্রতিষ্ঠানের লেবেল ব্যবহার করে বিস্কুট, চিপস, চানাচুর, রুটি, কেক, চাটনি ও আচার বাজারজাত করা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়ার পর গতকাল লক্ষ্মীপুর এলাকার কদর মিয়া, শিশু মিয়ার কারখানাসহ বেশ কয়েকটি কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান।