কিশোরগঞ্জের ভৈরবে গতকাল শনিবার আন্তনগর এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এ কারণে ঢাকা থেকে ভৈরব হয়ে ময়মনসিংহ রেলপথ এবং ময়মনসিংহ থেকে চট্টগ্রাম ও সিলেটসহ পূর্বাঞ্চলীয় জোনে সাত ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। ভৈরব রেলওয়ে স্টেশনমাস্টারের কার্যালয় থেকে জানানো হয়, এগারসিন্দুর ট্রেনটি সকাল আটটা ২৫ মিনিটে ধীরগতিতে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের ৩ নম্বর লাইনের দিকে এগিয়ে আসছিল। এ সময় বিকট শব্দ হয়। চালক বিষয়টি বুঝতে পেরে দ্রুত ট্রেনটি থামিয়ে দেন। দুর্ঘটনার কারণে বেশ কয়েকটি মেইল ও লোকাল ট্রেন কুলিয়ারচরসহ বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। এগারসিন্দুর অধিকাংশ যাত্রী অন্য ট্রেন কিংবা সড়কপথে গন্তব্যে চলে যান।