২৪ ঘণ্টার সংবাদভিত্তিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে।

‘বাংলার ২৪ ঘণ্টা’ স্লোগান নিয়ে সোমবার ভোর ৬টা থেকে পূর্ণ স�প্রচার শুরু করেছে চ্যানেলটি।

সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এটিএন নিউজের পরীক্ষামূলক স�প্রচার শুরু হয় গত ১ মে। প্রথমে সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত পরীক্ষামূলক সংবাদ চালু হয়। পরে ৩১ মে থেকে ২৪ ঘণ্টাই পরীক্ষামূলক সংবাদ প্রচার হয়ে আসছিলো।

এটিএন নিউজে সংবাদ ও সংবাদ বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ছাড়াও ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি, শেয়ার বাজার, ক্রীড়া, সংস্কৃতি, আবহাওয়া ও সমসাময়িক ঘটনা নিয়ে নানা অনুষ্ঠান থাকছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৯৭ সালে মাহফুজুর রহমানের নেতৃত্বে দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল হিসেবে শুরু হয় এটিএন বাংলার। তার নেতৃত্বেই এবার চালু হয়েছে এটিএন নিউজ।