ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের জেরে আগামী ১৪ জুলাই পর্যন্ত কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ সময় সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।

সোমবার সকাল ৯টার মধ্যে সকল ছাত্রছাত্রীকে হল ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত সিন্ডিকেটের জরুরি সভা শেষে উপাচার্য অধ্যাপক ড. এম আলাউদ্দিন সংবাদিকদের এ কথা জানান।

কমিটি গঠন নিয়ে সৃষ্ট দু’টি গ্রুপের মধ্যে দুপুরে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১০টার দিকে ছাত্রলীগের জাহাঙ্গীর-তুহিন গ্রুপের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে অবস্থান নেয়। অপরদিকে কমিটিতে পদবঞ্চিত খসরু-মাহবুব ও গাফ্ফার গ্র”পের নেতাকর্মীরা অনুষদ ভবনের উত্তর পাশে অবস্থান করতে থাকে।

বেলা পৌনে ১২টার দিকে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপর চলে। এক পর্যায়ে খসরু-মাহবুব ও গাফ্ফার গ্রুপের নেতাকর্মীরা পিছু হটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে অবস্থান নেয়।

ক্যাম্পাস উত্তপ্ত হয়ে উঠলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। রাতে ডাকা হয় সিন্ডিকেটের জরুরি বৈঠক।