বিশ্বকাপ ফুটবরের স্বাগতিক দেশ দক্ষিণ আফ্রিকা কোনো দলকে ভয় পায় না বলে জানিয়ে দিয়েছেন কোচ কার্লোস আলবার্তো পেরেরা। ডেনমার্কের বিপক্ষে জয়ের মধ্য দিয়ে প্রস্তুতি ম্যাচ শেষ করার পর তিনি এই ঘোষণা দেন।

বিশ্বকাপ ফুটবলের ৭০ বছরের ইতিহাসে স্বাগতিক দেশ হিসেবে ফিফা ফুটবল র‌্যাঙ্কিংয়ের ৮৩ নম্বর বাফানা বাফানাদের সবচেয়ে দুর্বল দল হিসেবে চিহ্নিত করা হয়েছে। কিন্তু কোচ বলছেন, তার দল প্রতিযোগিতায় খেলার জন্য মুখিয়ে আছে।

বিশ্বকাপ ফুটবল শুরু হবে শুক্রবার।

প্রিটোরিয়ায় শনিবার ডেনমার্ককে ১-০ গোলে হারানোর পর পেরেরা বলেন, “প্রতিটি দলকেই আমাদের সম্মান দেখাতে হবে।”

সাবেক বিশ্বকাপ বিজয়ী ব্রাজিলের কোচ বলেন, “যথেষ্ঠ আস্থা নিয়ে আমরা মাঠে যাচ্ছি। এখন আমরা কোনো কিছু অর্জনের স্বপ্ন দেখছি।”

কাটেলগো এমফেলার শেষ মুহূর্তের গোলে ডেনমার্কের বিপক্ষে জয়ের মধ্য দিয়ে পরপর তিনটি প্রস্তুতি খেলায় জিতেছে দক্ষিণ আফ্রিকা। এছাড়া নভেম্বরে পেরেরার দায়িত্ব নেয়ার পর পরপর ১২টি খেলায় অপরাজিত রয়েছে তারা।

‘এ’ গ্র”পে দক্ষিণ আফ্রিকার সঙ্গে রয়েছে মেক্সিকো, ফ্রান্স ও উরুগুয়ে।