ময়মনসিংহের ত্রিশাল ও ফুলবাড়িয়া উপজেলায় কালবৈশাখীতে দুইজনের মৃত্যু হয়েছে।

পুলিশ জানিয়েছে, রোববার রাত পৌনে ৮টা থেকে প্রায় এক ঘণ্টার ওই ঝড়ে ছোট-বড় অসংখ্য গাছপালা উপড়ে যাওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক কাঁচা ঘর-বাড়ি।

নিহতরা হলেন� ত্রিশালের রামপুর ইউনিয়নের দরিল্যা কাকচর গ্রামের নুরুল ইসলামের স্ত্রী মুর্শিদা খাতুন (৪৫) ও ফুলবাড়িয়ার কাটাখালী গ্রামের রমিজা খাতুন (৭০)।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার এসএম আক্তরুজ্জামান সাংবাদিকদের জানান, রোববার রাতে ত্রিশাল ও ফুলবাড়িয়া উপজেলার বিভিন্ন গ্রামের উপর দিয়ে প্রায় এক ঘণ্টা কালবৈশাখী ঝড় বয়ে যায়।

তিনি বলেন, ঝড়ে গাছের নিচে চাপা পড়ে ত্রিশালে মুর্শিদা ও ফুলবাড়িয়ার রমিজা নামের দুইজন মারা গেছেন।

পুলিশ কর্মকর্তা আক্তারুজ্জামান জানান, ঝড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার বৈলর নামক স্থানে বেশ কয়েকটি গাছ উপড়ে পড়ায় রাত পৌনে ৮টা থেকে সোয়া ৯টা পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ ছিলো। পুলিশ স্থানীয়দের সহযোগিতায় রাস্তার উপর থেকে গাছ সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।