ইংল্যান্ডের বাকিংহামশায়ারের ব্লেচলি পার্কের মহাফেজখানায় সংরক্ষিত দ্বিতীয় বিশ্বযুদ্ধসংক্রান্ত লাখ লাখ নথিপত্র অনলাইনে ছাড়া হচ্ছে। ইলেকট্রনিকস পণ্য প্রস্তুতকারক কোম্পানি হিউলেট-প্যাকার্ড ব্লেচলি পার্ককে কয়েকটি স্ক্যানার দান করেছে, যাতে ওইসব নথিপত্র স্ক্যান করে দ্রুত অনলাইনে ছাড়া যায়। এসব নথিপত্রের মধ্যে এমন অনেক নথি আছে, যা বহু বছর স্পর্শ করা হয়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই ব্লেচলি পার্কে ১০ হাজারেরও বেশি নারী-পুরুষ জার্মান ভাষায় লেখা এসব নথিপত্র সংকেতলিপিতে রূপান্তর করেন। ব্লেচলি পার্ক কর্তৃপক্ষ আশা করছে, এতে রক্ষিত নথিপত্র অনলাইনে গেলে যুদ্ধের সময় ব্লেচলি পার্কের ভূমিকা জনগণের কাছে উন্মুক্ত হবে। আগে কখনো ব্লেচলি পার্কের ভূমিকা সম্পর্কে কোনো তথ্য কখনো প্রকাশ পায়নি। অনলাইনে নথিপত্র প্রকাশের প্রাথমিক কাজটি সম্পন্ন করতে কমপক্ষে তিন বছর লাগবে বলে ধারণা করা হচ্ছে। ব্লেচলি পার্ক ট্রাস্টের প্রধান নির্বাহী কর্মকর্তা সিমন গ্রিনিশ বলেন, ‘কেন্দ্রে রক্ষিত সব নথিপত্র অনলাইনে দেওয়ার পরিকল্পনা করেছি আমরা। পাঁচ বছর আগে এই পরিকল্পনা নেওয়া হয়েছে। কিন্তু তহবিলের অভাবে আমরা কাজটি শুরু করতে পারিনি। এখন আমরা কাজটি শুরু করতে যাচ্ছি। আশা করছি, যথাসময়ে কাজ শেষ হবে। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের অনেক অজানা তথ্য বিশ্ববাসীর কাছে উন্মুক্ত হবে।’