ব্রাহ্মণবাড়িয়ায় নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠকের সময় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০ নেতা-কর্মীকে আটক করেছে সদর থানা পুলিশ। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) হামিদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ শহরের কাজীপাড়ায় শিবিরের আস্তানা হিসেবে পরিচিত খন্দকার ম্যানসনে অভিযান চালিয়ে তাদের আটক করে।

পুলিশ কর্মকর্তা হামিদুল ইসলাম বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডি-কে জানান, ঢাকার দুই শিবির নেতার সঙ্গে স্থানীয় শিবিরকর্মীরা গোপন বৈঠক করছে এমন খবর পেয়ে অভিযান চালানো হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলার দায়েরের প্রক্রিয়াও চলছে। আটককৃতরা হচ্ছেন, ঢাকা থেকে আসা শিব্বির আহমেদ ও লোকমান হোসেন, জেলা ছাত্রশিবিরের সম্পাদক রাশেদুল করিম রানা, শহর সম্পাদক খালেদ সাইফুল্লাহ, কর্মী রহমতউল্লাহ, জিয়াউল হক শাকিল, রাহাত, আলী ইমরান, শেখ মকবুল হোসেন, সেলিম মিয়া, সোহেল ইসলাম, আবদুল হামিদ, নাসির উদ্দিন, নোমান মিয়া , ফারুক মিয়া, আনাস মিয়া, আবদুল আল হোসেন, মুসা মিয়া, বিল্লাল মিয়া ও আবেদুর রহমান।