অনেক সময় দেখা যায় ভাইরাসের কারণে ডিসপ্লে প্রোপার্টিসে গিয়ে ডেক্সটপের পটভুমির ওয়ালপেপার পরিবর্তন করা যাচ্ছে না। Display Properties এর Desktop সক্রিয় করা যায় বিভিন্ন ভাবে। নিচের দুটি পদ্ধতি অবলম্বন করতে পারেন।
পদ্ধতি ১: নিচের কোড নোটপ্যাডে লিখে ChangingWallPaper.reg নামে সেভ করুন এবং সেভ করা ফাইলটি চালু করুন। তাহলে সমস্যার সমাধান হবে।

Windows Registry Editor Version 5.00
[HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\
Windows\CurrentVersion\policies\ActiveDesktop]
“NoChangingWallPaper”=dword:00000000

পদ্ধতি ২:

রানে গিয়ে gpedit.msc লিখে এন্টার করলে Group Policy চালু হবে।এখানে Local Computer Policy এর User Configuration> Administrative Templates> Control Panel এ যান। এবার ডানের Prevent Changing Wallpaper এ দুইবার ক্লিক করে Setting ট্যাব থেকে Disabled অপশন বাটন নির্বাচন করে OK করুন।