সেলফোন অপারেটর সিটিসেল বাজারে ছেড়েছে আল্ট্রা স্মার্ট নামের নতুন বান্ডেল প্রোডাক্ট। ব্রডব্যান্ড প্যাকেজের আওতায় গ্রাহকরা পোস্টপেইড সেবা পাবেন দু’ভাবে। প্রথমটিতে মাসিক ২৯৯ টাকার বিনিময়ে মিলবে ১৫০ মিনিট টকটাইম, ১০০টি এসএমএস এবং সেকেন্ডে ১৫০ কিলোবাইট ডাউনলোড গতির ৫০০ মেগাবাইট ইন্টারনেট সুবিধা। দ্বিতীয়টি মাসিক ৪৯৯ টাকার বিনিময়ে গ্রাহক পাবেন ২০০ মিনিট টকটাইম, ১০০ এসএমএস এবং সেকেন্ডে ৩০০ কিলোবাইট ডাউনলোড গতিসম্পন্ন ৫০০ মেগাবাইট ডাটা ব্যবহারের সুবিধা। বান্ডেল ছাড়া প্যাকেজ দুটিতে কল করতে মিনিট প্রতি খরচ হবে ৬৫ পয়সা এবং এসএমএস প্রতি ৫০ পয়সা।
ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে বান্ডেল ছাড়া প্রতি কিলোবাইট ডাটা ব্যবহারে প্যাকেজপ্রতি খরচ পড়বে যথাক্রমে ৪ ও ৫ পয়সা। প্যাকেজ দুটি সিটিসেলের গ্রাহকরা সেলফোনের মাধ্যমেও ব্যবহার করতে পারবেন। এজন্য সিটিসেল বাজারে ছেড়েছে আলাদা দুটি হ্যান্ডসেট। হুয়াই সি৫৭০০-এর দাম ছয় হাজার ৯০০ টাকা। এতে অপেরা মিনির সাহায্যে ইন্টারনেট ব্রাউজ করা যাবে। অন্যদিকে হুয়াই সি৮১০০-এর দাম ১৫ হাজার ৯৯০ টাকা ।

সমকাল