শিগগির বাজারে আসছে মাইক্রোসফটের উইন্ডোজ ফোন সেভেন। তবে মাইক্রোসফট উইন্ডোজ ফোন নিয়ে কঠোর গোপনীয়তা রক্ষা করায় নিশ্চিত করে বলা যাচ্ছে না ঠিক কবে নাগাদ অবমুক্ত হবে এই সেট। এদিকে একাধিক নির্ভরযোগ্য ব্লগে উইন্ডোজ ফোন ছাড়ার তারিখ ফাঁস হয়ে গেছে। উইন্ডোজ ফোন বাজারে ছাড়ার তারিখ ফাঁস করেছেন উইন্ডোজের নির্ভরযোগ্য ব্লগার পল থরট। তিনি জানান, আগামী ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের বাজারে এ ফোন পাওয়া যাবে। টেক ব্লগার সূত্র জানিয়েছে, মাইক্রোসফটের নতুন স্মার্টফোন উইন্ডোজ সেভেন বিশ্বব্যাপী পাওয়া যাবে ২১ অক্টোবর থেকে। তবে প্রথমে ইউরোপে এবং পরে যুক্তরাষ্ট্রে ছাড়া হবে বলে নিশ্চিত করেছেন তিনি।

মাইক্রোসফটের স্মার্টফোনে অপারেটিং সিস্টেমেও থাকছে চমক। এতে নতুন ধরনের অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে বলে আভাস পাওয়া গেছে। তবে এখনও কেউ বলতে পারছেন না ঠিক কোন ধরনের অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। প্রাথমিকভাবে সাতটি মডেলে বাজারে পাওয়া যাবে এটি। এতে ব্যবহার করা হচ্ছে মাইক্রোসফটের ইন্টারনেটভিত্তিক গেমিং সার্ভিস এবং মাইক্রোসফটের নিজস্ব এমপি-থ্রি প্লেয়ার জুন সমর্থন। সামাজিক যোগাযোগকে প্রাধান্য দিয়ে এতে থাকছে বর্ণাঢ্য ফিচার। ধারণা করা হচ্ছে, উইন্ডোজ ফোন গ্রাহকদের আকৃষ্ট করতে পারবে। স্মার্টফোনের মধ্যে বর্তমানে শীর্ষ অবস্থানে রয়েছে ব্ল্যাকবেরি। এরপরই রয়েছে অ্যাপলের আইফোন।

সমকাল