সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, ওয়ান টাইম পাসওয়ার্ড ব্যবহার করলে সাইবার অপরাধীরা ইউজার অ্যাকাউন্টে লগইন করতে পারবে না বলেই ফেসবুক কর্তৃপক্ষের দাবী।

এই পাসওয়ার্ড পেতে মোবাইলের মেসেজ অপশনে ‘ওপিটি’ লিখে ৩২৬৬৫ নম্বরে পাঠাতে হবে। এরপরই একটি সাময়িক পাসওয়ার্ড পাওয়া যাবে। এই পাসওয়ার্ড কেবল ২০ মিনিট পর্যন্তই চালু থাকবে।

সাইবার নিরাপত্তা ফার্ম সফোসের নিরাপত্তা বিশেষজ্ঞ গ্রাহাম ক্লুলেই জানিয়েছেন, সাময়িক এই পাসওয়ার্ড ব্যবহার করে হয়তো সহজেই নজরদারী বা চুপিসারে গোপন তথ্য হাতিয়ে নেয়ার কাজটি ঠেকানো সম্ভব কিন্তু ম্যালওয়্যার প্রতিরোধ করা আদৌ সম্ভব নয়।

জানা গেছে, ক্ষণস্থায়ী এই পাসওয়ার্ড ব্যবহার করতে হলে ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে রেজিস্টার্ড মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। কেবল যে মোবাইল নম্বরটি ফেসবুকের সঙ্গে রেজিস্টার করা থাকবে সেটির মাধ্যমেই এই ওয়ানটাইম পাসওয়ার্ড সেট করা যাবে।

সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, কেবল ওয়ানটাইম পাসওয়ার্ডই নয়, রিমোট অবস্থান থেকেও ফেসবুক সাইন আউট করার নতুন ফিচারও যুক্ত হচ্ছে এই সাইটটিতে।

বিডিনিউজ