সম্প্রতি অস্ট্রেলিয়ান গবেষকরা ক্যাঙ্গারুর ছোটো বাহু এবং লম্বা পা হবার কারণটি খুঁজে পেয়েছেন। জানা গেছে, পেটের নীচে থলিতে বাচ্চা রাখতে সুবিধা দেয়ার জন্যই এর সামনের পা দুটি ক্রমশ ছোটো হয়ে গেছে। খবর বিবিসি অনলাইনের।
http://tech.bdnews24.com/images/imgAll/can0607b.jpg
গবেষকদের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ছোটো হাত থাকার কারণেই অল্প বয়সেই ক্যাঙ্গারুর বাচ্চারা হামাগুড়ি দিয়ে থলির ভেতরে ঢুকতে পারে। ক্যাঙ্গারুর পাখা বা সাঁতার কাটার জন্য সিল না থাকার কারণটিও এ গবেষণায় জানা গেছে।
গবেষণার ফল প্রকাশিত হয়েছে অস্ট্রেলিয়ান জার্নাল অফ জুওলজি সাময়িকীতে।
গবেষকদের বরাতে জানা গেছে, অন্যান্য প্লাসেন্টাযুক্ত স্তন্যপায়ীদের তুলনায় ক্যাঙ্গারু ভ্রুণাবস্থায় বেড়ে ওঠে। জন্মের পরপরই বাচ্চারা ছোটো হাত ব্যবহার করে হামাগুড়ি দিয়ে মায়ের পেটের থলির মধ্যে ঢুকে। আর ছোটো হাত থাকার কারণেই মায়ের পেটের থলির মধ্যে ঢুকতে সুবিধা হয় ক্যাঙ্গারু ছানাদের।
উল্লেখ্য, ১৯৭০ সালে এ ধারণাটি প্রথম প্রকাশিত হয়েছিলো। তবে, ‘কনস্ট্রেইন হাইপোথিসিস‘ নামের এ ধারণাটি এবারই প্রথম বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হলো।