ইয়াহু মেইলের স্ট্রাকচারে বড় ধরনের পরিবর্তন আসছে বলে ইয়াহু কর্তৃপক্ষ জানিয়েছে। নতুন রূপের এই ইয়াহু দেখতে যেমন ভিন্ন হবে তেমনি কাজও করবে দ্রুতগতিতে। খবর সিনেট-এর।

সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, ইয়াহুর নতুন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং চিফ প্রডাক্ট অফিসার ব্লেক আরভিং ইয়াহুর নতুন ডিজাইন উন্মোচন করেছেন। প্রডাক্ট রানওয়ে নামের অনুষ্ঠানে  ইয়াহুর নতুন নকশা বিষয়ে জানানো হয়েছে।

জানা গেছে, নতুন নকশায় ইয়াহু মেইলের ইন্টারফেসে যেমন পরিবর্তন আনা হচ্ছে, কাজের গতি বাড়ানো হচ্ছে তেমনি এতে সার্চ ব্যবস্থাও যোগ করা হচ্ছে। নতুন ফিচার হিসেবে যোগ হচ্ছে ইনস্ট্যান্ট মেসেজিং এবং এসএমএস ব্যবস্থা। পাশাপাশি ফেসবুক এবং টুইটার ব্যবহারকারীরাও ইয়াহু মেইল থেকে তাদের আপডেট ব্যবহারের সুযোগ পাবেন।

ইয়াহুর বরাতে জানা গেছে, ইয়াহু সার্চে খবর এবং বিনোদনের বিষয়টি বেশি গুরুত্ব দেয়া হবে।

উল্লেখ্য, বর্তমানে ইয়াহু মেইলের ব্যবহারকারীর সংখ্যা ২৮ কোটির বেশি।

বিডিনিউজ24