অবশেষে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট স্বীকার করে নিলো মোবাইল মার্কেটে তাদের প্রত্যাশিত সাফল্য অর্জনে ব্যর্থতার কথা। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভ বলমার জানিয়েছেন, মোবাইল বাজারে মাইক্রোসফটের বর্তমান অবস্থান পঞ্চম। খবর টেলিগ্রাফ অনলাইনের।
http://tech.bdnews24.com/images/imgAll/microsoft_1006b.jpg
সংবাদমাধ্যমটি জানিয়েছে, ডি-এইট কনফারেন্সে স্টিভ বলমাল বলেছেন, ‘এই খেলায় আমরা আগে থাকলেও এখন দেখছি আমরা পাঁচ নাম্বারে চলে এসেছি।’ এছাড়াও তিনি স্বীকার করেন যে, মাইক্রোসফটের উইন্ডোজ ফোন বিভাগে নেতৃত্বের পরিবর্তন আনার পর থেকেই মোবাইল মার্কেটে মাইক্রোসফটের অবস্থান নিচে নামতে থাকে।
টেলিগ্রাফ জানিয়েছে, এর আগে মাইক্রোসফটের উইন্ডোজ ফোনসহ এন্টারটেইনমেন্ট অ্যান্ড ডিভাইসেস বিভাগের প্রেসিডেন্ট হিসেবে বহুদিন ধরে কর্মরত ছিলেন রবি বাখ, যিনি সম্প্রতি কারণ দর্শানো ছাড়াই চাকরি ছেড়ে দিয়েছেন। এরপর বলমারই মূলত উইন্ডোজ ফোন বিভাগটির দায়িত্বে রয়েছেন বলে জানা গেছে। অর্থাৎ, পেছনে পড়ার দায়ভার স্টিভ বলমারেরই।
মাইক্রোসফটের আগে চারটি অবস্থানে কারা রয়েছে এমন প্রশ্নের সরাসরি কোনো উত্তর না দিলেও আকারে-ইঙ্গিতে স্টিভ বলমার যথাক্রমে আইফোন, ব্ল্যাকবেরি, নকিয়ার সিমবিয়ান এবং গুগল অ্যান্ড্রয়েড ওএস এর কথা বলেছেন বলেই জানিয়েছে দি টেলিগ্রাফ।
তবে মোবাইল মার্কেটে পিছিয়ে পড়লেও দমে যাননি স্টিভ বলমার। তিনি অ্যাপলের সিইও স্টিভ জবসকে চ্যালেঞ্জ করেছেন ট্যাবলেট পিসি’র মার্কেটে। বলমারের মতে, ‘রেস এখনো চলছে!’চ
এছাড়াও তিনি জবসের ‘পারসোনাল কম্পিউটারের মৃত্যু ঘটতে যাচ্ছে’ এমন কথারও বিরোধিতা করেন।