কোনোরকম প্রচলিত জ্বালানি ছাড়াই মেন্টোস মিন্ট ক্যান্ডি এবং কোক জিরো সোডা ব্যবহার করে গাড়ি চালানো সম্ভব! আর এভাবেই গাড়ি চালিয়েছেন মার্কিন উদ্ভাবক ফ্রিটজ গ্রোব এবং স্টিফেন ভোল্টজ। খবর ইয়াহু অনলাইনের।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, মেন্টোস ক্যান্ডি এবং কোক ব্যবহার করে গাড়ি চালানো সম্ভব সেটি জানা গিয়েছিলো প্রায় ৪ বছর আগেই। কিন্তু এবারই প্রথম চালানো হলো এ গাড়ি।
http://tech.bdnews24.com/images/imgAll/portland_press0306b.jpg
জানা গেছে, মেন্টোস ক্যান্ডির সঙ্গে কোক ব্যবহার করে গাড়ি চালানোর এ পদ্ধতির নাম দেয়া হয়েছিলো ‘এক্সপেরিমেন্ট # ৩২১‘। এ পরীক্ষায় গবেষকরা তিন চাকার একটি বাইক বেছে নিয়েছিলেন, তাতে ২ লিটার আকারের ১০৮ টি কোকের বোতল এবং ৬৪৮ টি মেন্টোস ক্যান্ডি ব্যবহার করেছিলেন তারা।
এ পদ্ধতিতে গাড়ি ২২১ ফুট পর্যন্ত দূরত্ব পেরোতে পেরেছে বলেই সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে।