যুক্তরাষ্ট্রে চতুর্থ প্রজন্মের সেলফোন বিক্রি শুরু হয়েছে। গত শুক্রবার থেকে স্প্রিন্ট নেক্সটেল করপোরেশন যুক্তরাষ্ট্রে এ হ্যান্ডসেট বিক্রি শুরু করে। সেলফোন নির্মাতা প্রতিষ্ঠান এইচটিসি ‘ইভো ফোর’ নামক এ সেট বাজারে ছেড়েছে। এতে স্প্রিন্টের তারহীন সংযোগ ব্যবহারের মাধ্যমে দ্রুতগতির ইন্টারনেটসহ চতুর্থ প্রজন্মের নেটওয়ার্কের অন্যান্য সুযোগ-সুবিধা পাওয়া যাবে। স্প্রিন্ট জানিয়েছে, চতুর্থ প্রজন্মের এ সংযোগের মাধ্যমে তৃতীয় প্রজন্মের সংযোগের চেয়ে কমপক্ষে দশগুণ বেশি গতিতে যে কোনো ফাইল ডাউনলোড করা যাবে। ইভো ফোর হ্যান্ডসেটটি সার্চ জায়ান্ট গুগলের মোবাইল অপারেটিং সিস্টেম অ্যানড্রয়েডের ২ দশমিক ১ সংস্করণে চলবে। এ সেলফোনের মাধ্যমে সহজেই ভিডিও চ্যাটিং করা যাবে। এছাড়া ‘টুওয়ে ভয়েস’ সুবিধার আওতায় একই সঙ্গে অন্য ব্যবহারকারীর কথা শোনা এবং তার কথার উত্তরও দেওয়া যাবে। এর আগে ওয়ানওয়ে ভিডিও চ্যাটিং অর্থাৎ একজন কথা বললে অন্যকে চুপ থাকতে হতো। স্প্রিন্টের খুচরা বিক্রয় কেন্দ্র, অনলাইন ওয়েবস্টোর এবং ওয়ালমার্টের বিক্রয় কেন্দ্র থেকে নতুন এ হ্যান্ডসেটটি বিক্রি হচ্ছে। ২০০ ডলার মূল্যের এ সেট সেলফোনপ্রেমীদের আকৃষ্ট করতে সমর্থ হয়েছে বলে স্প্রিন্ট নেক্সটেল সূত্রে জানা গেছে।