সম্প্রতি জানা গেছে, স্কাইপি ভিডিও কলিংয়ে একসঙ্গে ১০ জন অংশ নিতে পারবেন। স্কাইপির নতুন বিটা ৫ সংস্করণে এই সুবিধা চালু হয়েছে। খবর ম্যাশএবল-এর।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, চলতি বছরই চালু হয়েছে স্কাইপির গ্রুপ ভিডিও কলিং ব্যবস্থা। এর আগের সংস্করণে যেখানে ৫ জনের সঙ্গে ভিডিও কলিং এর সুযোগ ছিলো সেটিই নতুন সংস্করণের বেলায় ১০ জন হবে।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, স্কাইপির বিটা ৫ সংস্করণে স্বয়ংক্রিয় কল রিকভারি সুবিধা ছাড়াও ইন্টারফেসে পরিবর্তন করা হয়েছে।উল্লেখ্য, স্কাইপির বিটা ৫ সংস্করণটি কেবল উইন্ডোজের জন্যই ডাউনলোড করা যাবে।

বিডিনিউজটোয়েন্টিফোরডটকম