সম্প্রতি জানা গেছে, নাসার গবেষকরা আগামী বছরই ৬ ঘন্টার এক ভয়াবহ উল্কাঝড়ের আশঙ্কা করছেন। গবেষকদের ভয়, এ ধরনের উল্কাঝড়ের ফলে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের সঙ্গে যোগাযোগ ব্যবস্থাও বিপর্যস্ত হয়ে যেতে পারে। খবর (ইয়াহু অনলাইন)
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, নাসার বিশেষজ্ঞ দল এ উল্কাঝড় বিষয়ে নিশ্চিত হয়েছেন। সূর্যের চারপাশে পৃথিবী তার কক্ষপথে চলার সময় প্রতি অক্টোবরে ড্রাকোনিস নামের এই উল্কবৃষ্টি দেখা যাবে। বলা হচ্ছে, এটি হবে দর্শনীয় এক ঘটনা।
এদিকে নামকরণের রহস্য বের করতে গবেষকরা জানিয়েছেন, এসব উল্কা কনস্ট্রেলেশন ড্রাকোর দিকে আসে। এটি দেখতে ড্রাগনের মতো, তাই এটি ড্রাকোনিডস নামেই পরিচিত।


সংবাদমাধ্যমটি আরো জানিয়েছে, গবেষকরা ঝড়ের বিষয়ে নিশ্চিত হলেও ক্ষতির পরিমাণ নিয়ে তারা এখনও নিশ্চিত নন। তবে পূর্ব সতর্কতা হিসেবে নভোচারীরা এবং দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা প্রতিরোধমূলক ব্যবস্থা নিচ্ছেন। এ বিষয়ে হাবল স্পেস টেলিস্কোপ ব্যবহার করে অনুসন্ধান চালানো হচ্ছে বলেও জানা গেছে।