সম্প্রতি জানা গেছে, সার্চ জায়ান্ট গুগল তাদের ব্রাউজার ক্রোম-এ বিশ্বকাপের সর্বশেষ স্কোর জানানোর প্লাগইন রিলিজ করেছে। খবর টেলিগ্রাফ অনলাইনের। সংবাদমাধ্যমটি জানিয়েছে, ফিফার সঙ্গে একজোট হয়ে গুগল এই এক্সটেনশনটি তৈরি করেছে যা ফিফা বিশ্বকাপের প্রতিমুহুর্তের খবর এবং খেলা চলাকালীন স্কোর ব্যবহারকারীর ব্রাউজারেই দেখাবে।

জানা গেছে, এছাড়াও এর ব্যবহারকারীরা তাদের পছন্দের টিমের জন্য গোল অ্যালার্টও ঠিক করে দিতে পারবেন যাতে করে পছন্দের টিম গোল করলেই ব্রাউজারে অ্যালার্ট আসে।

টেলিগ্রাফ আরো জানিয়েছে, ক্রোম ব্রাউজারের জন্য প্লাগইন ছাড়াও গুগল তার সার্চ ইঞ্জিনে ‘ওয়ার্ল্ড কাপ’, ‘ফিফা ওয়ার্ল্ড কাপ’ ইত্যাদি বেশ কিছু কিওয়ার্ডের জন্য বিশেষ ফলাফল প্রদর্শনের ব্যবস্থা করেছে।

জানা গেছে, এসব লিখে সার্চ করলে খেলা চলাকালীন খেলার স্কোরকার্ড দেখাবে গুগল।
গুগল ক্রোম ব্যবহারকারীরা ক্রোম থেকে https://chrome.google.com/extensions ঠিকানায় গিয়ে ফিফা ডটকম লিখে সার্চ করলেই গুগলের তৈরি বিশেষ এক্সটেনশনটি ডাউনলোড ও ইনস্টল করে নেয়া যাবে।