বিভিন্ন সময় পত্রপত্রিকায় বৃদ্ধ বা বৃদ্ধার ছবিসহ ছাপা হয় আর কত বয়স হলে পাবে বয়স্ক ভাতা বা বিধবা ভাতা। তেমনি চরাঞ্চলের নারী শিক্ষার প্রতীক সাইকেল স্কুল নামে পরিচিত পাকুন্দিয়া উপজেলার চরটেকী বালিকা বিদ্যালয়টি এম.পি.ও ভুক্ত হয়নি। ফলে প্রশ্ন উঠেছে আর কি যোগ্যতা পেলে নাম উঠবে এম.পি.ও’র তালিকায়। প্রধান শিক্ষক আমিনুল হক জানান, শিক্ষা প্রতিষ্ঠানটি যাত্রা শুর্ব হয় ৯৩ সনে। ৯৬ এ ৮ম শ্রেণী পর্যন্ত এম.পি.ও লাভ করে। ২০০২ থেকে প্রতি বৎসরই জুনিয়র বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব দেখিয়ে আসছে। পরবর্তীতে ১০ম শ্রেণী পর্যন্ত পাঠদান শুর্ব হয় এবং এম.পি.ও’র জন্য আবেদন জানায়। ২০০৫ এ জেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়। ২০০৭ সন থেকে গোল্ডেন এপৱাসসহ শতভাগ পাসের গৌরব অর্জন করে। এবং মেধা স্কুল হিসাবে শিৰক প্রশিৰণে ট্রেনিং ইন্সটিটিউট এ দেখানো হয় গৌরবময় সাফল্য অর্জিত প্রতিক হিসাবে। ২০০৭ ও ২০০৯ সালের এস.এস.সি’তে জেলায় ১ম স্থান লাভ করে। ২০১০ সালের এস.এস.সি’তেও ৩টি এপৱাসসহ শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। এমতাবস্থায় বিদ্যালয়টি ১০ম শ্রেণী পযর্ন্ত এম.পি.ও ভূক্ত না হওয়ায় হতাশ, হতবাক হয়েছে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারীসহ চরাঞ্চলবাসী। ম্যানেজিং কমিটির সভাপতি আওয়ামীলীগ নেতা উপজেলা ভাইস চেয়ারম্যান একেএম ফজলুল হক বাচ্চু অবিলম্বে বিদ্যালয়টি এম.পি.ও ভুক্ত করার দাবী জানিয়েছেন। অপরদিকে উপজেলা সচেতন নাগরিক কমিটির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আক্তার্বজ্জামান খোকন বলেছেন এ শিক্ষা প্রতিষ্ঠানটি এম.পি.ও ভূক্ত না করে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। সচেতন নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মানিক আহমেদ বলেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্ঠা সাবেক এম.পি ড. আলাউদ্দিন আহমেদ দায়িত্বে থাকার পরও আলোচিত এ শিক্ষা প্রতিষ্ঠানটি এম.পি.ও ভূক্ত না হওয়াটা দুঃখজনক। অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠানটি এম.পি.ও ভূক্ত করার জোড় দাবি জনিয়েছেন সচেতন নাগরিক কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক।