মধ্য আমেরিকার আজকের আবহাওয়া টা প্রাকৃতিক এবং রাজনৈতিক ভাবে ২০০০ সনের নভেম্বরের সাথে হুবহু মিল- গুরি গুরি বৃষ্টি,ঝাপসা, প্রেসিডেন্ট নির্বাচনের আগের দিন ।২০০০ সনের মার্কিন নির্বাচন টা ছিলো,মার্কিন ইতিহাসের নজিরবিহীন নির্বাচন । জনগনের রায় সাধারনের গন্ডি ছাড়িয়ে, ফ্লোরিডার ষ্টেট সেক্রেটারী ক্যাথেরিন, যাকে বুশ ভা্ত্রীদ্বয়ের পোষা কুকুরের সাথেও তুলনা করা হয়েছিলো, তার অফিস ছাড়িয়ে- অপরিপক্ক ব্যলটের ছোট্ট কাগজের টুকরো কে গর্ভবতী চ্যাড, গর্ভপাত চ্যাড, ঝুলন্ত চ্যাডের বিশেষনে বিশেষায়িত করে বস্তায়িত ভাবে ব্রডোয়াড কাঊন্টি্, টালাহৌসির কোর্ট এর বারান্দা ঘুরে, গনন, পুনঃর্গনন, মহাগনন – ,স্টেট ল্যাজিস্লেশন, ফ্লোরিডা সুপ্রিম কোর্ট শেষে, দেশটির সর্বোচ্চ আদলতে গড়ায়, সেখানেও একজন বিচারপতি জনাব এন্তনিও স্কালিয়ার টাই ব্রেকার রায়ে নির্দ্ধারিত হয়ে যায় আমারিকার প্রেসিডেন্সী। জনাব বুশ বনে যান পরব্বতী আট বছরের প্রেসিডেন্ট। সংখ্যা গরিষ্ঠ ভোট পেয়েও জনাব আল-গোর, রাজনিতীর বিস্মৃতির অতল গহ্বরে হারিয়ে যান। “স্যান্ডির” আগাম বার্তার কাজে লেগে যান। নজির বিহীন ভাবে পেয়ে যান নোবেল এবং অস্কার এর মতো দুর্লভ সম্মানজনক পুরস্কার দ্বয়।
আমেরিকার নির্বাচন পদ্ধতি একটু বিদঘূটে এ বিষয়ে যাবো না। সারা দেশ বাদ দিয়ে কেনো ফ্লোরিডার ভোট এত জরুরী হয়ে ছিলো সেটি হলো বড় কথা, কারন সহজ ভাষাতে ম্যাজিক নাম্বার ২৭০ পয়েন্ট যে পাবে সেই হবে বিশ্বের সব চে ক্ষমতাধর প্রেসিডেন্ট। একেক রাজ্যর জন্য পয়েন্ট নির্দ্ধারিত। গরীব রাজ্যের পয়েন্ট কম। ধনীরাজ্যর পয়েন্ট বেশী। যেমন, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, নিউইয়র্ক, ওহাইও, ইলিনয় ইত্যাদি। তাই পার্থীদের মুল লক্ষ্যই থাকে এই রাজ্যগুলু জয় করা। আগামী কাল নির্বাচন। কালকের রায়ের উপরে শুধু যুক্তরাষ্ট্রেই অনেক নিতী নির্দ্ধারনই নয়, বিশ্বের অনেক নিতীনিরদ্ধারনের ক্ষেত্রেও প্রভাব পড়বে, এটাই স্বাভাবিক।
বরাবরের মতো, আমেরিকার নির্বাচন খুব কাছ থেকে উপলব্ধি করার চেষ্টা করি। লড়াই হবে “ম্যাজিক নাম্বার ২৭০” এর- এবার হাড্ডাহাড্ডি, চরম। এবার যে প্রার্থী বেশী নবীন,সংখ্যালখু, ভোটার কে ভোট কেন্দ্রে নিজ নিজ ইস্যুতে যাওয়ার জন্য উদবুদ্ধ করতে পারবে সেই হবে আমেরিকার পরবর্তি প্রেসিডেন্ট।
কেনো জানি সব মিলিয়ে বারে বারে মনে হচ্ছে এবারের নির্বাচন টাও কি আবার ২০০০ সালের মতো হবে? “ইলেক্টরেল কলেজিয়েট” যুদ্ধ। সেই ম্যজিক নাম্বারের কাড়াকাড়ি!! ঐতিহাসিক “ফ্লোরিডা অধ্যায়ের “পুনারাবৃত্তি!! নাকি এবার “ওহাইও” !!!! দারুন ভাবে পুলকিত, শিহরিত, রোমাঞ্চিত আমি।
আর যাই হউক,আশা করি না ২০০০ সালের নির্বাচনের পরের মতো আবারও আমাদের কে মহামতি লিঙ্কনের গ্যাটিস বার্গ এড্রেস এর ব্যংগ করে বলতে হয় ” গভর্নমেন্ট বাই দ্য স্কালিয়া, অভ দ্য স্কালিয়া অ্যান্ড ফর দ্য স্কালিয়া” ।