এসো কল্যাণী কৃপাময়ী
মা দূর্গা, মা দূর্গা
এসো এসো মা তুমি
হৃদয় মন্দিরে
আলো জ্বেলে আঁধারো ঘরে
দয়াময়ী তুমি কৃপাময়ী।।
কালের তরঙ্গ উত্থান হয়ে দ্বাপর থেকে
শুরু করে কলি পর্যন্ত তুমি আছো।
অসংখ্য ঘাত-প্রতিঘা,
শত দুর্নিবার জয় করে তুমি অবতারিনী, আদ্যাশক্তি মা।
বাহ্যিক মোহে বিমুগ্ধ মানব মোরা-
সুপথ ত্যাগিয়া বিপথে চলেছি,
সত্যকে ছেড়ে মিথ্যাকে আঁকড়ে ধরেছি।
হে পরমানন্দ রূপিনী অসুর বিনাশিনী,
স্বমহিমায় ত্যাজস্বিনি কৃপাময়ী মা দূর্গা।
স্বর্গকে করেছো তুমি তোমার মায়ায় ব্যাপ্ত।
যুগে যুগে সত্য প্রতিষ্ঠা করার জন্য
অসংখ্যবার হয়েছো তুমি মহামায়া।
তুমি অপরূপা দক্ষ নন্দিনী, তোমার মহিমায়
চারিদিক আজো মহিমান্বিত মা অভয়তারিণী।
তোমার অনন্ত করুণা ধারা আরও একবার বর্ষণ করো মা
এই জড়া ব্যাধিগ্রস্থ সমাজ এবং কলুষিত
মানুষরূপী সেই অসুরদের উপর মা।
অভয়শক্তি বলপ্রদায়িণী তুমি মা
এসো মা তোমার মঙ্গল রথে
শরতের নব প্রভাতে
স্বর্গ লোকের সীমানা ছাড়িয়ে
ঝড়া শেফালির পথ মাড়িয়ে
ধরণীর শ্যাম শোভাতে
সকল অন্ধকারের কালিমা ঘুচাতে।
লিখেছনঃ সাথী মোদক