আমাদের সোনালী আকাশ, মহাকালের অতল গহবরের ডাকে
কেমন জানি এক নিঃশব্দ বিভিষিকায় আচ্ছাদিত হয়ে যাচ্ছে  ক্রমাগত-
আমি কেবলি ভংগুর স্বপ্ন দেখি, কৃষ্ণগহবরের আড়ালে,
আমাকে মহাকাল টেনে নিয়ে যায় ।

এক মূহুর্ত ঊচ্ছাসের জন্য আমি উৎ পেতে থাকি শতাব্দীর পিপাশায়
কি যেন নেই, অদ্ভুত স্থব্ধতায় – আমি বড্ড একা – ধূ ধূ শুন্যতা
নীরব আমার প্রতিটি প্রান্তর ।

হেমন্তে্র সন্ধ্যা, খড় বিচালী রাখালের সংসার, গোহালের গন্ধ
প্রভাতে এক পাল হাসেঁর ঘুম ভাংগা চিতকার –
আমার ফেলে আসা সংসার ।

শতাব্দীর গহবরের – দূর্বিপাকে কেউ আমার নয়
আমার লক্ষ প্রান্তর কেবলি ফাঁকা।

জি, এম ফ্রেজার
অক্টোবর ১৮, ২০১১