ভারত সফরে আসার ইচ্ছা পোষণ করেছেন হলিউড অভিনেতা টম ক্রুজ। ভারতের প্রতি তাঁর এই আগ্রহের কারণ হচ্ছে, মিশন ইম্পসিবল সিরিজের পরবর্তী ছবি মিশন ইম্পসিবল ফোরের জন্য। সূত্রমতে জানা গেছে, টম মুম্বাই সফরে যাবেন এ বছরের নভেম্বরে। সেখানে তিনি তিন সপ্তাহ ধরে মিশন ইম্পসিবল ফোরের শুটিং করবেন। নভেম্বরের শেষ সপ্তাহের দিকে শুরু হয়ে শুটিং চলবে মধ্য ডিসেম্বর পর্যন্ত। মিশন ইম্পসিবল ফোরের কিছু দৃশ্যের শুটিংয়ের জন্য মুম্বাইয়ের মনোরম কিছু লোকেশনকে প্রতি আগ্রহ দেখিয়েছে মিশন ইম্পসিবল ফোরের কলাকুশলীরা। তবে এখন পর্যন্ত কোন জায়গাগুলোতে শুটিং করা হবে সেটা নিশ্চিত করে বলতে চাইছেন না কেউ।
You must log in to post a comment.