ইরাকের সুলাইমানিয়া শহরের একটি হোটেলে আগুনে বাংলাদেশি নাগরিকের মৃত্যুর সংবাদ পাওয়ার পর দুপুর থেকেই পররাষ্ট্র মন্ত্রণালয় ইরাকে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে যাচ্ছে। তবে টেলিযোগাযোগ ব্যবস্থায় ত্রুটির  কারণেই রাত দশটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে রাতেই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দূতাবাস ও রাষ্ট্রদূতের কাছে ই-মেইল বার্তা পাঠানো হয়েছে বলে জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ও মধ্য এশিয়া অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ জাফর।

এছাড়া প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকেও ইরাকে বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সেলরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তারাও যথারীতি যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন।

যুদ্ধবিধ্বস্ত ইরাকের উত্তরাঞ্চলীয় সুলাইমানিয়া শহরের ৬ তলা আবাসিক  ‘সোমা’ হোটেলে  বৃহস্পতিবারের রাতের এই আগুনে বাংলাদেশিসহ ২৯ জনের মৃত্যুর সংবাদ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে শুক্রবার সকাল থেকে প্রচারিত হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহির্প্রচার অণুবিভাগের মহাপরিচালক সাঈদা মুনা তাসনীম শুক্রবার রাত দশটায় বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন, ‘দুপুরের পর সংবাদটি পাওয়ার সঙ্গে সঙ্গেই ইরাকে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু রাষ্ট্রদূত মোহাম্মদ কামালউদ্দিনের মোবাইল ফোনে সংযোগ পাওয়া যাচ্ছে না।’

তিনি বলেন, ‘এখনো আমরা বাংলাদেশি মারা যাওয়ার নিশ্চিত খবর পাইনি। সংবাদ মাধ্যমগুলোর খবরই এখন পর্যন্ত আমাদের একমাত্র ভরসা।’

সাঈদা মুনা তাসনীম আরো বলেন, ‘ইরাকের  টেলিফোন ব্যবস্থা খুবই খারাপ। বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম চলছে একটি আবাসিক হোটেলে। সেখানে সরাসরি নিজস্ব কোনো টেলিফোন যোগাযোগের ব্যবস্থা এখনো করা যায়নি।’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক জানান, ইরাকে বাংলাদেশ দূতাবাসে একজন লেবার কাউন্সেলর আছেন। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। রাত আটটা পর্যন্ত বারবার চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানান সাঈদা মুনা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ও মধ্য এশিয়া অণুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ জাফর শুক্রবার রাত দশটায় বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন, ‘মোবাইল ফোনে চেষ্টা করেও তাকে না পেয়ে ই-মেইল পাঠানো হয়েছে। এছাড়া তার মোবাইল ফোনে এসএমএসও পাঠানো হয়েছে। আশা করা যাচ্ছে, শনিবার সকালের মধ্যেই তিনি ঢাকার সঙ্গে যোগাযোগ করবেন।’

বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডি