কিশোরগঞ্জে গতকাল বুধবার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে নয়টি ব্যবসাপ্রতিষ্ঠানকে ১১ হাজার ৬০০ টাকা জরিমানা করেছেন। পৌরসভার আইন অমান্য করে ফুটপাতে অবৈধ দোকানে পণ্য বিক্রি, অবৈধভাবে পশু জবাই করে বিক্রি এবং ওজনে কম দেওয়ার অপরাধে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গতকাল শহরের গাইটাল থেকে ইসলামিয়া সুপার মার্কেট পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের বিচারক (নির্বাহী হাকিম) মো. আবু তাহের সাঈদ ও আনোয়ার হোসেনের নেতৃত্বে অর্ধশতাধিক ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন অনিয়মের কারণে নয়টি ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করেন বিএসটিআইয়ের কর্মকর্তা ও কিশোরগঞ্জ সদর থানার পুলিশ।