আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, সংবাদমাধ্যম বন্ধের চিন্তাভাবনা সরকারের নেই। আমার দেশ পত্রিকার বিষয়টি সম্পূর্র্ণ প্রকাশকের মামলার কারণে হয়েছে। জেলা প্রশাসন এটা করেছে। এখানে সরকারকে দোষারোপ করার কোন সুযোগ নেই। তিনি গতকাল সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। সংসদ বর্জনের রাজনীতি ত্যাগ করতে প্রধান বিরোধী দল বিএনপির প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জাতীয় সংসদ থেকে ‘ওয়াকআউট’ করা সংসদীয় চর্চার অংশ। বিরোধী দল তাদের দাবি-দাওয়ার প্রশ্নে ওয়াকআউট করতেই পারে। তবে অবশ্যই তা সংসদীয় রীতি-নীতির মধ্যে হওয়া উচিত।
এর আগে মন্ত্রী স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) পর্যালোচনা সংক্রান্ত এক সভায় সভাপতিত্ব করেন। সভায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও সচিব মনজুর হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেন, তাদের (জামায়াত নেতাদের) কোন মন্তব্যই বিচার প্রক্রিয়ায় প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না। বিচার প্রক্রিয়া এগিয়ে চলছে। সঠিক সময়েই এই বিচার কাজ শুর হবে। এডিপি পর্যালোচনা সভায় ঢাকা মহানগরীর বিভিন্ন খাল উদ্ধারে স্থানীয় সংসদ সদস্যদের সহযোগিতা কামনা করেন তিনি।