ঈদের আর মাত্র কয়েক দিন বাকি,তারপর ঈদ-উল-ফিতর।এই জন্য কেনাকাটার ধুম পরেছে অন্য শহরের মত কিশোরগঞ্জে ও।এজন্য বিক্রেতারাও গভীর রাত র্পযন্ত দোকান খোলা রাখছে। কিশোরগঞ্জে ঈশাঁখা রোড এ বানিজ্যিক এলাকায় অনেকে এখনও কেনাকাটা করছে। সারা কিশোরগঞ্জে ঈদের আমেজ,আর এই আমেজ আরো আনন্দের হয় যখন মনে হয় কিশোরগঞ্জে ঈদের সবচেয়ে বড় ঈদের নামাজ । কিশোরগঞ্জে এই কেনাকাটার ধুম চাঁদ রাত পর্যন্ত থাকবে ।তাছাড়া এবার ঈদে কিশোরগঞ্জে যানজট কমাতে কিশোরগঞ্জে  আটো-রিক্সা এবং টমটম গাড়ি চলাচল সীমিত করা হয়েছে।খুব বেশী প্রয়োজন না হলে কিশোরগঞ্জ সদরে ডুকতে দেওয়া হচ্ছে না।তাই এই বার যানজট অনেক সহনীয় র্পযায়ে আছে।তবে গতবারের তুলনায় এবার জামা কাপরের দাম তুলনামূলক বেশী।