কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় গতকাল বুধবার প্রচণ্ড ঝড়ে ঘরবাড়ি ও গাছপালার ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের কারণে তাড়াইল-কিশোরগঞ্জ সড়কে প্রায় তিন ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। এলাকাবাসী জানায়, গতকাল সকাল সাড়ে নয়টা থেকে প্রায় ২০ মিনিট উপজেলার তালজাঙ্গা, চরতালজাঙ্গা, বাঁশাটিসহ বিভিন্ন গ্রামের ওপর দিয়ে ওই ঝড় বয়ে যায়। এ সময় কয়েকটি ঘর বাড়ি বিধ্বস্ত ও বেশ কিছু গাছপালা উপড়ে পড়ে। বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়ায় তাড়াইল-কিশোরগঞ্জ সড়কে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। স্থানীয় লোকজনের সহযোগিতায় এগুলো সরানোর পর সড়কে পুনরায় যান চলাচল শুরু হয়।
তাড়াইলের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া জামান ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেছেন।