আলো হাতে চলিয়াছে আঁধারের যাত্রী (২০০৫, পরিবর্ধিত সংস্করণ ২০০৬):

বাংলাভাষায় বিজ্ঞানের অন্যতম ক্লাসিক বই হিসবে বিবেচিত এবং পাঠকনন্দিত। অঙ্কুর প্রকাশনী থেকে প্রকাশিত এই বইয়ে ধারাবাহিকভাবে বিধৃত হয়েছে মহাবিশ্বের উৎপত্তির পর্যায়ক্রমিক বিবরণ। আজ থেকে প্রায় চৌদ্দশ কোটি বছর আগে এক বিশাল বিস্ফোরণের মাধ্যমে কি ভাবে আমাদের এই মহাবিশ্বের উৎপত্তি হয়েছিলো, তার পর কিভাবে তা প্রসারিত হতে হতে আজকের অবস্থায় এসে পৌঁছেছে, সেই আকর্ষনীয় গল্পের অনুপম সাক্ষর এ বইটি। শুধু তাই নয়, এই বইয়ে উঠে এসেছে মহাবিশ্বের উৎপত্তির তত্ত্ব নিয়ে আধুনিক বিজ্ঞানীদের সর্বশেষ ধ্যান-ধারণাগুলো, যা বাংলাভাষায় দুর্লভ।  যদিও মুল বইয়ে সন্নিবেশিত হয়েছে অনেক বিস্তৃত তথ্য।

বইটি  ডাউনলোড করতে ক্লিক করুন  ।