মহাবিশ্বে প্রাণ ও বুদ্ধিমত্তার খোঁজে (২০০৭, ২য় সংস্করণ ২০০৮): এই বইটি প্রাণের উৎপত্তি নিয়ে প্রাঞ্জল ভাষায় লেখা একটি বৈজ্ঞানিক গ্রন্থ। সাড়ে চারশ কোটি বছর আগেকার উত্তপ্ত পৃথিবী একসময় ঠান্ডা হয়ে কিভাবে প্রাণের স্ফুরণ ঘটার মত পরিবেশ তৈরি করেছিলো তার ধারাবাহিক উপাখ্যান পাওয়া যাবে এই গ্রন্থে। শুধু তাই নয় এই পৃথিবীর বাইরেও অন্য কোন গ্রহে কিংবা গ্রহানুপুঞ্জে প্রাণের বিকাশ ঘটেছে কিনা কিংবা এর সম্ভাব্যতাই বা কতটুকু সম্বন্ধেও একটি ধারনা পাবেন পাঠকেরা অবসর প্রকাশনা থেকে প্রকাশিত এই গ্রন্থ থেকে। ই-বুক  যাবে এখান থেকে