বিবর্তনের পথ ধরে (২০০৭, ২য় সংস্করণ ২০০৮): ডারউইনের বিবর্তন তত্ত্বের উপরে বাংলাভাষায় এই মুহূর্তে সম্ভবতঃ সর্বাধিক পঠিত এবং আলোচিত গ্রন্থ এটি। প্রকৃতিবিদ অধ্যাপক দ্বিজেন শর্মা এই বইটিকে ২০০৭ সালে বাংলা একাডেমী বইমেলার অন্যতম গুরুত্বপূর্ণ পুস্তক বলে অভিহিত করেছিলেন। অবসর প্রকাশনা থেকে প্রকাশিত এই বইয়ে জৈব বিবর্তনের বিভিন্ন তত্ত্ব অত্যন্ত আকর্ষনীয় ভঙ্গিতে শুধু উপস্থাপিতই হয়নি, সেই সাথে যারা বিভিন্ন প্রাচীন ধর্মীয় রূপকথার সড়ি ভেঙ্গে অধুনা ‘ইন্টেলিজেন্ট ডিজাইন’ নামক অপবিশ্বাসের আড়ালে আশ্রয় খুঁজছেন, এই বইটি তাদের জন্য এই বইটি এক শক্তিশালী চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ই-বুক আকারে মুক্তমনায় রাখা বইটার উল্লেখযোগ্য অংশ পড়া যাবে এখান থেকে