অত্যান্ত আশার বিষয় যে কিশোরগঞ্জের নিকলী উপজেলার দামপাড়ায় ইনটারনেট-এর ব্যাবহার বাড়ছে কিন্তু দুরাশার বিষয় হল মানুষ বাধ্য হয়েই গ্রামীন ফোন ইন্টারনেট ব্যাবহার করছে। কেউ কেউ গ্রামীন ফোন মডেম আবার কেউ কেউ high quality ফোন মডেম হিসাবে use করছে। কিন্তু দুই তিন দিন পর আর কেউ নেট-এ বসছে না! এই এত টাকা দিয়ে মডেম এবং এত ব্যায়বহুল প্যাকেজ় নিতেও কেন লোকজন আগ্রহ হারিয়ে ফেলছে?

এর কারণ শুধু একটায়, এর গতি। যে প্যাকেজ়ে যত speed পাওয়ার কথা তার সিকি ভাগও পাচ্ছেনা গ্রাহকরা। দামপাড়ায় ঘরে বসে নেট ব্যবহার করাটা হাস্যকর। একটু স্পীড পেতে মানুষ pc/laptop নিয়ে খালি যায়গায়, ছাদের উপর বসে নেট ব্যবহার করছে।

একটু ভেবে দেখেনতো browsing seed যদি 150bps-13kbps এবং ডাউনলোড speed যদি 0.12bps-4kbps হয় তবে সেই ব্যাবহারকারীর কি কখনো ২য় বার নেট-এ বসবে?