সংবাদমাধ্যমটি জানিয়েছে, স্কাইক্যাট সিরিজের হাইব্রিড এয়ার ভেইকল নামের এই এয়ারশিপ কোনোরকম বিরতি ছাড়াই টানা তিনদিন আকাশে উড়তে পারবে এবং ল্যান্ডিং করার সময় কোনো রানওয়ের প্রয়োজন পড়বে না। এটি যে কোনো সমতলেই নেমে পড়তে পারবে।

হাইব্রিড এয়ার ভেইকল-এ ‘লাইটার-দ্যান-এয়ার’ (এলটিএ) প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই আকাশযানটি পরিবেশবান্ধব এবং এর জ্বালানি খরচ শতকরা ২৫ ভাগ কম।

জানা গেছে, প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন জরুরী কাজে ব্যবহার করা যাবে এই প্লেন।

বিডিনিউজটোয়েন্টিফোরডটকম