আগামী সপ্তাহে উদ্বোধন হতে যাচ্ছে স্যামসাংয়ের মিডিয়া পেল্গয়ার ডিভাইস ‘গ্যালাক্সি পেল্গয়ার’। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিতব্য কনজ্যুমার ইলেকট্রনিক শোতে [সিইএস] আনুষ্ঠানিকভাবে এ মিডিয়া পেল্গয়ার অবমুক্ত হতে পারে। স্যামসাং জানিয়েছে, মিডিয়া পেল্গয়ারটিতে অপারেটিং সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে অ্যানড্রয়েডের ২.২ ফ্রয়ো সংস্করণ। ৯.৮ মিলিমিটার পাতলা সুদৃশ্য এই প্লেয়ারটিতে ৮, ১৬ এবং ৩২ গিগাবাইটের আলাদা মেমোরি রয়েছে। নিয়ন্ত্রণের জন্য এতে থাকছে ৮০০ বনাম ৪৮০ পিক্সেলের স্পর্শনির্ভর পর্দা। দ্রুত কাজ করার জন্য এতে রয়েছে ১ গিগাহার্টজ প্রসেসর। এতে হাই ডেফিনিশন বা এইচডি-রেজ্যুলেশনের ভিডিও উপভোগ করা যাবে। স্যামসাংয়ের এ গ্যালাক্সি পেল্গয়ারটি অপর প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের আইপড টাচের সঙ্গে দারুণ প্রতিযোগিতা করতে সক্ষম হবে বলে মনে করা হচ্ছে। তবে এর আগে বাজারে ছাড়া স্যামসাংয়ের হ্যান্ডসেট গ্যালাক্সি এস-কে অ্যাপলের হ্যান্ডসেট আইফোনের প্রতিযোগী হিসেবে ধরা হলেও সেটি তেমন আলোড়ন ফেলতে পারেনি। একই ব্যাপার ঘটেছে প্রতিষ্ঠানটির ট্যাবলেট কম্পিউটার ‘গ্যালাক্সি ট্যাব’-এর ক্ষেত্রেও। তবে গ্যলাক্সি পেল্গয়ার নিয়ে আশাবাদী স্যামসাং। জানুয়ারিতে উদ্বোধন হলেও এটি কবে নাগাদ বিশ্বজুড়ে বিক্রি শুরু হবে সে ব্যাপারে কোনো তথ্য জানায়নি প্রতিষ্ঠানটি।

সমকাল