ভৈরবে নির্বাচনী প্রচার চালানোর সময় ট্রেনের সঙ্গে অটোরিকশার ধাক্কায় এক গৃহবধূ নিহত হয়েছেন। তাঁর নাম সুফিয়া বেগম। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে গতকাল মঙ্গলবার তাঁর মৃত্যু হয়। এ ছাড়া ওই দুর্ঘটনায় প্রার্থীসহ আহত হন ছয়জন।

নিহত সুফিয়ার পরিবারের সদস্যরা জানান, পৌর নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী মিনুয়ারা জিলুর পক্ষে প্রচারণায় অংশ নিতে মিনুয়ারা জিলুর, সুফিয়া বেগমসহ সাতজন একটি ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী হন। অটোরিকশাটি পৌর শহরের জগন্নাথপুর এলাকায় রেলপথ অতিক্রমের সময় ভৈরবগামী একটি ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে চালকসহ সব যাত্রী আহত হন।

আহত ব্যক্তিদের মধ্যে প্রার্থী মিনুয়ারা জিলুরসহ পাঁচজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় সুফিয়া বেগম ও চালক আলমগীর হোসেনকে। চিকিৎসাধীন অবস্থায় সুফিয়া বেগম সেখানে মারা যান। তাঁর বাড়ি পৌর শহরের তাঁতারকান্দি এলাকায়।

-Prothom Alo