তামাক নিয়ন্ত্রণ আইন (২০০৫) বাস্তাবয়ন ও অধূমপায়ীদের অধিকার প্রতিষ্ঠায় সকল পাবলিক প্লেস ও পাবলিক পরিবহন ধূমপানমুক্ত করা জরুরী দাবিতে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলায় সরারচর রিমঝিম বাস-স্ট্যান্ড এর সামনে তামাক নিয়ন্ত্রণ আইন-২০০৫ বাস্তবায়নে সকল পাবলিক প্লেস ও পাবলিক পরিবহন ধূমপান মুক্ত করার লক্ষে জনসচেতনতা মূলক জনমত সৃষ্টিতে লিফলেট ক্যাম্পেইন কার্যক্রম পরিচালনা করা হয়। ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ_ ডাবি্লউ বিবি ট্রাস্ট এর আর্থিক সহায়তায় “আত্ম উন্নয়ন সংস্থা (আউস)” কর্তৃক আয়োজিত লিফলেট ক্যাম্পেইন উদ্ধোধন করেন_ বাজিতপুর সমাচার পত্রিকার সম্পাদক মুহাম্মদ বদরুল আলম।

উদ্ধোধন শেষে লিফলেট ক্যাম্পেইনটি কয়েকটি দলে বিভক্ত হয়ে সংস্থার কর্মীগণ বিভিন্ন বাস, পিকআপ, সিএনজি ড্রাইভারদের মধ্যে স্টিকার ও অধূমপায়ীর অধিকার প্রতিষ্ঠায় সকল পাবলিক প্লেস ও পাবলিক পরিবহণে ধূমপান হতে বিরত থাকুন এ ধরনের লিফলেট বিতরণ করা হয়। ক্যাম্পেইন পরিচালনায় সহযোগিতায় করেন, ডাঃ প্রদীপ চন্দ্র বীর, আজকের দেশ পত্রিকার সাংবাদিক এস, এম মুর্তাজালী (সুমন), অত্র সংস্থার প্রোগ্রাম অর্গানাইজার ঝোটন ভৌমিক, প্রোগ্রাম কো_অডিনেটর বদরুন্নাহার (সাথী), উন্নয়ন কর্মী জিন্নাত আরা শাম্মী ও মোছাঃ ময়না আক্তার, মোঃ জসিম উদ্দিন, মোঃ সালাম মিয়া, বাজিতপুর সমাচার পত্রিকার রির্পোটার মামুন ইবনে আঃ মান্নান ও আত্ম উন্নয়ন সংস্থা (আউস) এর প্রোগ্রাম কো_অডিনেটর বদরুন্নাহার (সাথী) সহ অত্র সংস্থার নির্বাহী পরিচালক মোঃ কাউছার আহাম্মেদ।