কিশোরগঞ্জের তাড়াইলের দামিহা ইউনিয়নের কমলার হাওর এলাকায় আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে ট্রলারডুবিতে তিনজনের মৃত্যু হয়েছে। নিহতেরা হলেন—উপজেলার হাছলা গ্রামের জালাল উদ্দিনের স্ত্রী জুলেখা আক্তার (৬০), বেলংকা গ্রামের আলাল উদ্দিনের স্ত্রী আছিয়া আক্তার (৩৫) এবং জুলেখা আক্তারের নাতি ইটনা উপজেলার কুর্শি গ্রামের সামছু মিয়ার ছেলে তরুণ (৬)। তাড়াইল থানার পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ইঞ্জিনচালিত যাত্রীবাহী ছোট ট্রলারে ১০-১২ জন যাত্রী নিয়ে হাছলা গ্রাম থেকে নৌকাটি তাড়াইলের উদ্দেশে ছেড়ে যায়। তাড়াইল থেকে দুই কিলোমিটার পূর্বে কমলার হাওর সেতুর কাছে ট্রলারটি ডুবে যায়। যাত্রীদের বেশির ভাগই সাঁতরে তীরে ওঠে। কিছুক্ষণ পর জুলেখা ও আছিয়ার লাশ ভেসে উঠে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পানির নিচ থেকে ট্রলারটি ওঠানোর পর শিশু তরুণের লাশ পাওয়া যায়।

খবর পেয়ে তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল ইসলাম ঘটনাস্থলে যান। ট্রলারের চালক বাচ্চু মিয়া পলাতক আছেন।
তাড়াইল থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান জানান, থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।