চান্দিবুক মোটাঠুঁটি অত্যন্ত দুর্লভ পাখি। এর বাংলা নাম পাওয়া যায়নি। ইংরেজি নাম ‘সিলভার ব্রেস্টেড ব্রডবিল’ (Serilophus lunatus)-এর বাংলা অনুবাদ হিসেবে পাখিটির নাম উল্লেখ করা হয়। ইংরেজি নামও দেওয়া নাম, প্রচলিত নাম নয়।

ছোট পাখি। লম্বায় ১৯ সেন্টিমিটার, পাখা ৮.৫ সেন্টিমিটার, ঠোঁট ১.৬ সেন্টিমিটার, লেজ সাত সেন্টিমিটার এবং ওজন ৩৫ গ্রাম। হঠা ৎ দেখলে মনে হয়, ছোট শরীরের ওপর বড় কোনো পাখির মাথা জুড়ে দেওয়া হয়েছে। দেখতে বাদামি ছাই মেশানো রঙের। মাথার দিকটা বড়, ঠোঁট শক্তিশালী ও পুরুষ্ট। ওপর থেকে দেখলে পেছনের পালকের রং দেখা যায় কালচে লাল। লেজের রং কালো। পাখায় কালোর ওপর লালচে ছোপ রয়েছে।

ওপরের পাখা এবং পাখার ডগায় সাদা ও নীল রঙের পালক রয়েছে। ঠোঁটের গোড়া থেকে চোখের ওপর দিয়ে ঘাড় পর্যন্ত বিন্যস্ত পালকের রং কালো। মাথার ওপর থেকে ঘাড় পর্যন্ত পালকের রং জলপাই বাদামি। মেয়ে পাখির গলায় ও বুকে ভাঙা ভাঙা রুপালি পালক রয়েছে। পুরুষ পাখির বুক রুপালি সাদা। চোখের রং বাদামি, চারপাশে হলদে বলয় রয়েছে। ঠোঁট নীলচে, আগার দিকটা হলদেটে। পা হলুদ রঙের।

-Prothom alo