কানাবগির ইংরেজী নাম Indian Pond Heron। এরা কানাবক, দেশী কানিবক বা কানিবক নামেও পরিচিত। আকারে প্রায় ৪৬ সে.মি লম্বা। হলুদ চোখ,লম্বা তীক্ষ্ণ ঠোঁট,ধুসর বাদামী পিঠ; মাথা,গলা এবং বুকে বাদামী আর সাদা ডোরা আছে। বুকের নিচে পেট থেকে লেজ বরাবর সাদা। লম্বা হলুদ পা। পুকুর,বিল-ঝিল,ডোবায় বা যেকোন জলাশয়ের ধারে এদের দখা মিলে। ছোট ব্যাঙ,মাছ আর জলজ পোকা এদের খাবার।

বর্ষাকাল এদের প্রজনন ঋতু, এসময় এরা ৩-৫টা ডিম দেয় এবং ১৮-২৪ দিন তা দেওয়া পর বাচ্চা হয়।
কানাবগির বৈজ্ঞানিক নাম – Ardeola grayii