বাংলাদেশের সুনামগঞ্জ, নেত্রকোণা এবং কিশোরগঞ্জ জেলায় বাঁধ ভেঙ্গে কৃষকদের বেশিরভাগ ফসলি জমি পানিতে তলিয়ে গেছে দেশের অন্য অঞ্চলে কৃষকরা যখন নতুন ধান তুলতে ব্যস্ত, তখন এই তিন জেলার কৃষকরা আছেন চরম দুর্ভোগে তলিয়ে গেছে বিস্তীর্ণ ফসলী জমি  হাওর অঞ্চল বলে পরিচিত এই তিন জেলায় সাধারণত ফসল হয় একটি৻ কারণ বছরের অনেক সময় এখানকার বেশিরভাগ অঞ্চল পানিতে ডুবে থাকে এবার আগাম বন্যায় ফসল ডুবে যাওয়ায় সারা বছর কৃষকদের খাদ্যভাবে থাকতে হবে বলে আশংকা দেখা দিয়েছে সরকারের খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আবদুর রাজ্জাক রোববার ক্ষতিগ্রস্থ কৃষকদের অবস্থা দেখতে এই এলাকায় যান নেত্রকোনা জেলার কৃষক রুহুল আমিন জানান, তার মত আর সবারই জমি এখন পানির নীচে । যারা ঋণ করে জমি চাষ করেছেন তাদের এখন অনেকেরই পথে বসতে হবে।

কিশোরগঞ্জের খায়রুল নামের একজন কৃষক জানান তাদের জমিতে যে ধান আছে তার মধ্যে ৮০ ভাগই এখন পানির নীচে৻ তার আশংকা, অন্যের জমিতে শ্রম দিয়েই হয়তো তাকে বাকী বছর কাটাতে হবে। খাদ্যও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আবদুর রাজ্জাক বলেন এই এলাকার সবাই বলছেন পানি উন্নয়ন বোর্ডের গাফিলতিতে এই বেড়ী বাঁধগুলো নির্মাণ হয়নি তবে তিনি এব্যপারে কোন মন্তব্য করতে চাননি।