বিশ্বকাপ শুরুর চার দিন পর প্রথম ম্যাচ খেলতে নামে ব্রাজিল। তারপরও সবার আগে দ্বিতীয় রাউন্ডে ওঠার সুযোগ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের সামনে। চলতি বিশ্বকাপে সবার আগে শেষ ষোলতে জায়গা করে নেওয়ার জন্য আজ আফ্রিকান সুপার পাওয়ার আইভরি কোস্টের বিপক্ষে জিততে হবে ডুঙ্গা বাহিনীকে। ‘জি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে এশিয়া চ্যালেঞ্জে জেতার পর জোহানেসবার্গের সকার সিটি স্টেডিয়ামে আজ আফ্রিকান চ্যালেঞ্জে রবিনহো-কাকা-মাইকনরা। তবে পাঁচবারের বিশ্ববিজয়ীরা এ আফ্রিকান চ্যালেঞ্জে নামার আগে সারাবিশ্বের ফুটবলপ্রেমীরাই ভুগছেন অঘটন আতঙ্কে। স্পেন, ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ডের পথেই আজ অঘটনের শিকার হবে, নাকি চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার মতো টানা দ্বিতীয় জয় নিয়ে মাঠ ছাড়বে সেই অগি্নপরীক্ষার সামনে আজ ব্রাজিল। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত ব্রাজিল-আর্জেন্টিনা ছাড়া প্রায় সব বড় দলই ধরাশায়ী হয়েছে। প্রথম ম্যাচেই ডুবেছে তারকাবোঝাই টাইটানিক স্পেন। এর রেশ কাটতে
না কাটতেই মেক্সিকোর বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে হেরেছে ফ্রান্স। সবচেয়ে বিস্ময়কর ঘটনাটি ছিল শুক্রবার। বিশ্বকাপ ফুটবলে ধারাবাহিকতার প্রতিশব্দ হচ্ছে জার্মানি। মহশক্তিধর জার্মানিকেও ডুবতে হয়েছে হারের লজ্জায়। সার্বিয়ার কাছে ০-১ গোলে হেরেছে ইউরোপিয়ান পাওয়ার হাউস। ১৯৮৬ সালের পর এটাই ছিল গ্রুপ পর্বে জার্মানির প্রথম হার। এর কয়েক ঘণ্টা পরই আলজেরিয়ার সঙ্গে ড্র করে মাঠ ছাড়তে বাধ্য হয় ইংল্যান্ড। যত সময় গড়াচ্ছে অঘটনের মাত্রা যেন ঊর্ধ্বমুখী হচ্ছে আরও। স্বভাবতই এ আতঙ্ক ফুটবলের চিরন্তন ফেভারিট ব্রাজিলকে নিয়েও। এমনিতেই আফ্রিকান দলগুলো অঘটন ঘটাতে ওস্তাদ। তার ওপর এমন ওলটপালট সময়। উত্তর কোরিয়ার বিপক্ষে জিততে যথেষ্টই ঘাম ঝরাতে হয়েছে তাদের। ম্যাচে তারা জয় পায় ২-১ গোলে। কিন্তু আফ্রিকান দল আইভরি কোস্ট তো কোরিয়ানদের চেয়ে আরও বেশি বিপজ্জনক। তাই আজ ম্যাচের আগে নির্ভার থাকতে পারছে না ভক্তরা। সমর্থকদের মধ্যে এ আতঙ্ক ভালো মতোই অনুধাবন করতে পারছে ব্রাজিলিয়ান ফুটবলাররা। ভক্তদের অভয় দিচ্ছেন ডুঙ্গা বাহিনী। প্রথম ম্যাচের চেয়েও ভালো খেলার প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। প্রথম ম্যাচের অন্যতম নায়ক রবিনহো বলেছেন, ‘বাস্তবতা আমরা খুব ভালোভাবেই অনুধাবন করতে পারছি। সময়টা মোটেও ভালো নয়। আর দল হিসেবে আইভরিয়ানরা খুবই দুর্দান্ত। তাই জিততে হলে প্রথম ম্যাচের চেয়েও আমাদের অনেক বেশি ভালো খেলতে হবে। আমাদের ভালো করার এখনও যথেষ্ট জায়গা আছে।’ একই সুরে কথা বলেছেন ব্রাজিলিয়ান তারকা কাকা। তার কথায়, ‘প্রথম ম্যাচে আমাদের পারফরম্যান্স সন্তোষজনক। তবে আরও ভালো করতে হবে। আমার বিশ্বাস, আমরা ম্যাচ বাই ম্যাচ ভালো করব।’
‘বি’ গ্রুপে প্রথম দুটি ম্যাচে জিতলেও দ্বিতীয় রাউন্ডের ছাড়পত্র পাওয়ার জন্য শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষায় থাকতে হচ্ছে ম্যারাডোনা-মেসিদের। এদিক থেকে কিছুটা হলেও সুবিধাজনক জায়গায় ডুঙ্গা বাহিনী। এই ‘জি’ গ্রুপে শুধু প্রথম ম্যাচে জয় আছে ব্রাজিলেরই। অন্য ম্যাচে ড্র করেছে আইভরি কোস্ট ও পর্তুগাল। আজ জিতলে তাদের সংগ্রহ হবে ৬ পয়েন্ট। অর্থাৎ গ্রুপ পর্বের শেষ ম্যাচে হারলেও শেষ ষোলোর পথে আর কোনো বাধা থাকবে না তাদের। আর তাই আজ ডুঙ্গা বাহিনীর জন্য বিশেষ এক ম্যাচ। বিশেষ ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে মরিয়া ব্রাজিলিয়ান কোচ ডুঙ্গা। বলেছেন, ‘আশা করছি উত্তর কোরিয়ার মতো রক্ষণাত্মক কৌশল নয়, আইভরিয়ানরা আক্রমণাত্মক ফুটবলই খেলবে। কেননা দ্বিতীয় রাউন্ডে ওঠার রেসে তারাও থাকতে চায়। তাদের আক্রমণাত্মক খেলাটা আমাদের জন্য খুব ভালো হবে। আক্রমণাত্মক খেলা মানে উপরে উঠে আসা। এতে করে অনেক ফাঁকা জায়গা পাওয়া যায় এবং সুন্দর আক্রমণ রচনা করা যায়। ১১ জন রক্ষণভাগে থাকলে স্বাভাবিক ম্যাচ খেলা খুব কঠিন।’ একই কথা বলেছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার নিলমার। তার ভাষায়, ‘আক্রমণ রচনা করার চেয়ে রক্ষণ সামলে রাখাটা সহজ। তবে আমি মনে করি, আক্রমণাত্মক ফুটবলই খেলবে আইভরিয়ানরা। কেননা তারা চমৎকার একটা দল।’