মোবাইল ফোনের ওপর একটি নতুন নীতিমালা তৈরির জন্য বুধবার স্বরাষ্ট মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের বৈঠক ডাকা হয়েছে।

দেশি ও আন্তর্জাতিক সন্ত্রাসীদের মোবাইল ফোন বন্ধ করতে এই সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে বলে একটি বিশ্বস্ত সূত্র বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে নিশ্চিত করেছে।

মোবাইল ফোন গ্রাহকদের আবার নতুন করে রেজিস্ট্রেশন করার বিষয়টিও গুরুত্ব পাবে এ বৈঠকে।

এর আগে এ ধরনের রেজিস্ট্রেশন ২০০৭ সালের আগস্ট মাসেও করা হয়েছিল। এবার রেজিস্ট্রেশনে আরো নতুন তথ্য সম্বলিত করার কথা ভাবা হচ্ছে।