জেলার বাজিতপুর থানার সরারচর ইউনিয়নে সচেতন নাগরিক বৃন্দের আয়োজনের তিন দিন ব্যাপী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার আয়োজন করা হয়। প্রথম দিন সকাল থেকেই মেলায় উপচে পড়া ভিড় ছিলো সর্বস্থরের মানুষের। সার্বজনীন এই উৎসবে অংশ নেয় স্থানীয় সংস্কৃতিপ্রীমি সহ সকল স্থরের মানুষ। হাওড়াঞ্চলের ইতিহাস শীর্ষক ডকুমেণ্টরী – হাওয়ার সাথে পবনের পিরিতি প্রদর্শন হয় সন্ধ্যা ৭ টায় পরবর্তীতে- স্থানীয় শিল্পীদের অংশ গ্রহনে সংগীতানুষ্ঠানের পর সরারচরের নৃত্য শিল্পীদের দলীয় ও একক নৃত্য পরিবেশিত হয়। রাত ১০ টায় বাউল গান শুরু হয়ে শেষ হয় রাত ১২ টায়। বাউল গান পরিবেশন করে – ইটনা সমাজ কল্যান সাংস্কৃতিক গোষ্টি।

পূর্ব নির্ধারিত কর্মসূচী “ বাজিতপুর উপজেলার নব নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের সংবর্ধনা” ২য় দিন সন্ধ্যায় বৈশাখী তান্ডবে পন্ড হয়ে গেলে ও রাত ৯ টায় গুড়ি গুড়ি বৃষ্টিতেই ব্যান্ড দল “শ্লোক” এক পরিবেশনায় ব্যান্ড সংগীত রাত ১২ টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। তৃতীয় দিন সন্ধ্যায় সরারচরের উপর নির্মিত ডকুমেন্টরী “আমার চারণভূমি” প্রদর্শনের পর, মহাকাশ বিষয়ক ডকুমেণ্টরী Largest Black hole Of the Earth প্রদর্শন হয়। রাত ১০ টায় মেলা উপলক্ষে আয়োজিত লটারীর ড্র অনুষ্ঠিত হয় এবং সরারচর নবসূর্য নাট্য সংস্থার প্রযোজনায় মঞ্চায়িত হয় যাত্রাপালাঃ অশ্রু দিয়ে লেখা ।

পরপর কয়েকটি ভিডিও ক্লীপে সম্পূর্ন অনুষ্ঠানের ফুটেজ তুলে ধরা হলোঃ

স্থানীয়দের শুভেচ্ছা বক্তব্যঃ

আমার চারণভূমিঃ

বাজিতপুর নব নির্বাচিত চেয়ারম্যানদের বক্তব্যঃ