সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকের সদস্যসংখ্যা ৫০ কোটি ছাড়িয়েছে। সম্প্রতি এ মাইলফলক অর্জন করে ফেসবুক, যার মধ্যে গত পাঁচ মাসেই ব্যবহারকারী যুক্ত হয়েছে ১০ কোটি! বর্তমানে সারা বিশ্বের ৮ শতাংশ মানুষ ফেসবুকের সঙ্গে যুক্ত। ফেসবুকের কর্মকাণ্ড পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ইনসাইড ফেসবুকের তথ্যমতে, ফেসবুকের সবচেয়ে বেশি ব্যবহারকারী যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের। এর পরই রয়েছে ইন্দোনেশিয়া ও তুরস্কের। এর মধ্যে যুক্তরাজ্যে ১৮ থেকে ২৫ বছর বয়সী ব্যবহারকারীর সংখ্যাই সবচেয়ে বেশি এবং ৩৫ বছরের বেশি ব্যবহারকারীর সংখ্যা ৩৮ দশমিক ২ শতাংশ।
যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মধ্যে ৫৫ বছরের বেশি ব্যবহারকারীর সংখ্যা ৭ দশমিক ৩৬ শতাংশ।
চলতি বছরের জানুয়ারি মাসে উত্তর আমেরিকায় ব্যবহারকারীর সংখ্যা ছিল ১২ কোটি ছয় লাখ, ইউরোপে ১০ কোটি এক লাখ, এশিয়ায় সাত কোটি সাত লাখ, দক্ষিণ আমেরিকায় তিন কোটি এক লাখ এবং আফ্রিকা, অস্ট্রেলিয়া ও ওসেনিয়ায় ৯০ লাখ, যার মধ্যে তৃতীয় অবস্থানে থাকা এশিয়ায় ব্যবহারকারীর সংখ্যা বাড়ার হার সবচেয়ে বেশি।