মাদক, মুখস্থ ও ইভ টিজিংকে ‘না’ এবং যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে দৃঢ় অবস্থানের ঘোষণা দিয়েছে এ বছর এসএসসিতে জিপিএ-৫ পাওয়া কিশোরগঞ্জের ৬৭৫ কৃতী শিক্ষার্থী।
সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমী চত্বরে অনুষ্ঠান শুরু হয়। প্রথম আলোর কিশোরগঞ্জের নিজস্ব প্রতিবেদক সাইফুল হক মোল্লা স্বাগত বক্তব্য দেন। অধ্যক্ষ আরজ আলী ও রবীন্দ্রনাথ চৌধুরী, প্রথম আলোর জ্যেষ্ঠ সহ-সম্পাদক মেহেদী মাসুদ, রবির আঞ্চলিক ব্যবস্থাপক জাহিদুল আহসান, বাদল রহমান, সনাকের আহ্বায়ক মায়া ভৌমিক, শিক্ষক শাহনাজ কবীর, এ কে এম আবদুল্লাহ, বন্ধুসভার স্বপন কুমার বর্মণ, শিক্ষার্থী মারজান তাসনিম প্রমুখ বক্তব্য দেন।

কিশোরগঞ্জ পৌর মহিলা কলেজের অধ্যক্ষ শরীফ আহমেদ বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচারে জাতিকে ঐক্যবদ্ধ করতে কিশোরগঞ্জের এই কৃতীরাই বলিষ্ঠ ভূমিকা রাখতে পারবে।’ ভালো ফলাফলের স্বীকৃতিস্বরূপ কিশোরগঞ্জ এসভি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, সরকারি বালক উচ্চবিদ্যালয় ও বাজিতপুর আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজকে বিশেষ সম্মাননা স্মারক দেওয়া হয়।