কিশোরগঞ্জের কটিয়াদীতে সন্ত্রাসীদের হাতে আহত উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মিলন আজ রোববার সকাল সাড়ে আটটায় মারা গেছেন। কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমদ তাঁর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় পুলিশ জুয়েল, রতন, রাসেল ও লিটু নামে চারজনকে আটক করেছে।

মিলনের মৃত্যু সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে উপজেলার বানিয়াগ্রাম বাসস্ট্যান্ডে এলাকাবাসী ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়ক অবরোধ করে রেখেছে। এখন এই সড়কের গাড়িগুলো বিকল্প সড়ক দিয়ে চলাচল করছে। প্রসঙ্গত, গতকাল শনিবার বিকেল পাঁচটায় পরিবারের সদস্যদের সঙ্গে মিলন বাজিতপুরের ভাগলপুরে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ফিরছিলেন। এ সময় কটিয়াদী বাসস্ট্যান্ডে সন্ত্রাসীরা তাঁর গাড়িতে অতর্কিত হামলা চালালে তিনি গুরুতর আহত হন। তাঁকে প্রথমে ভাগলপুরে ভর্তি করা হয়, পরে রাতে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে তিনি মারা যান। তাঁর আত্মীয়রা জানিয়েছেন, এ ব্যাপারে একটি হত্যা মামলা করার প্রস্তুতি চলছে।