টেস্ট ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারাকে টপকে দ্বিতীয় স্থানে উঠে গেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিং। মঙ্গলবার লর্ডসে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন পন্টিং ২৩ রান করে আউট হন। এ রান করার পথেই তিনি পেরিয়ে যান লারাকে। ১৪৫ টেস্টে পন্টিংয়ের রান এখন ১১,৯৫৪।

ওদিকে অবসর নেয়া ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক লারা ১৩১ টেস্টে করেছেন ১১,৯৫৩ রান। ১৬৬ টেস্টে ১৩,৪৪৭ রান নিয়ে সবার ওপরে রয়েছেন ভারতের ব্যাটিং মাস্টার শচীন টেন্ডুলকার। টেস্টে সর্বাধিক ৪৭ সেঞ্চুরির মালিকও তিনি। টেস্টে পন্টিংয়ের সেঞ্চুরির সংখ্যা ৩৯। এ তালিকাতেও তিনি রয়েছেন দ্বিতীয় স্থানে। টেস্টে তার হাফ সেঞ্চুরি ৫১। রান গড় ৫৫.০৮। সর্বোচ্চ টেস্ট ইনিংস ২৫৭ রান।