না আর সহ্য করা হবে না!
যথেষ্ট হয়েছে;
আর মানা যায়না এত অবিচার৷
মানবো না,
এত দিন আমাকে জ্বালিয়েছ,
এবার আমি জ্বালাবো তোমাদেরকে৷
পারলে ঠেকাও দেখি৷
আগ্নেয়গিরি নামক সনাতন অগি্নকুন্ড
নতুন করে জ্বলতে শুরু করেছে৷
পৃথিবীর আকাশকে ধোঁয়াচ্ছন্ন করে
গভীর অন্ধকারে তলিয়ে দিচ্ছে৷

বাতাসে ছাইরূপে ছড়িয়ে দিচ্ছে
বিষাক্ত গ্যাস, কয়লা, শিশা, তামা,
পাথর, জলকণাসহ নাম না জানা কত কি৷
খুব সহজেই জানান দিচ্ছে
পৃথিবীর মানব পশুদের বিরুদ্ধে তার অবস্থান৷
হ্যাঁ! পৃথিবী রুষে উঠেছে৷
এবার তোমার পালা৷
পথ মাত্র দুটি৷
হয়তো মুখ বুজে কাপুরুষের মত
সব সহ্য করবে, অন্যথায়
ত্যাজস্বী ষাঢ়ের মত সিং ঝাড়া দিয়ে
অত্যাচারীদের জানান দিতে হবে
প্রতিবাদের সেই প্রাক্তন শব্দ “না” \\